ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়
বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
সব গগন উদ্বেলিয়া-- মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ ॥
তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,
চমকি কম্পিছে চেতনাধারা,
আকুল চঞ্চল নাচে সংসারে, কুহরে হৃদয়বিহঙ্গ ॥
রাগ : ভীমপলশ্রী
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1314
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908
রচনাস্থান :
স্বরলিপিকার: 1908