কে যায় অমৃতধামযাত্রী
কে যায় অমৃতধামযাত্রী।
আজি এ গহন তিমিররাত্রি,
কাঁপে নভ জয়গানে ॥
আনন্দরব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি জাগে,
চাহি দেখে পথপানে॥
ওগো রহো রহো, মোরে ডাকি লহো, কহো আশ্বাসবাণী।
যাব অহরহ সাথে সাথে
সুখে দুখে শোকে দিবসে রাতে
অপরাজিত প্রাণে ॥
রাগ : বেহাগ
তাল : চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ ভাদ্র, ১৩০৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1896
রচনাস্থান :
স্বরলিপিকার: 1896