মোস্তাফিজুর রহমান তূর্য

চিঁড়েতন হর্তন ইস্কাবন

চিঁড়েতন হর্তন ইস্কাবন
অতি সনাতন ছন্দে কর্‌তেছে নর্তন।
কেউ বা ওঠে কেউ পড়ে,
কেউ বা একটু নাহি নড়ে,
কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কালকর্তন।।
নাহি কহে কথা কিছু–
একটু না হাসে, সামনে যে আসে
চলে তারি পিছু পিছু।
বাঁধা তার পুরাতন চালটা,
নাই কোনো উল্টা-পাল্টা– নাই পরিবর্তন।।

রাগ : ইমন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1340

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933

রচনাস্থান :

স্বরলিপিকার: 1933

মোস্তাফিজুর রহমান তূর্য - অন্যান্য নিবেদন