আমার মন কেমন
আমার মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥
অলখ পথের পাখি গেল ডাকি,
গেল ডাকি সুদূর দিগন্তরে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।
স্বপনবলাকা মেলেছে পাখা,
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে॥
রাগ : মিশ্র ভৈরবী
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ অগ্রহায়ণ, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ নভেম্বর, ১৯৩৮
রচনাস্থান :
স্বরলিপিকার: ২৬ নভেম্বর, ১৯৩৮