সত্যম দেবনাথ

রাজপুরীতে বাজায় বাঁশি

      রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান।
      পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥
দেখাব যে সবার কাছে   এমন আমার কী-বা আছে,
      সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ॥
      ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন--
      অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন।
বঁধুর কাছে আসার বেলায়   গানটি শুধু নিলেম গলায়,
      তারি গলার মাল্য ক'রে করব মূল্যবান ॥        

রাগ : পিলু

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1320

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: 1914

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন