সত্যম দেবনাথ

মম অঙ্গনে স্বামী

মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে,
সুগন্ধ ভাসে আনন্দ-রাতে ॥
          খুলে দাও দুয়ার সব,
          সবারে ডাকো ডাকো,
নাহি রেখো কোথাও কোনো বাধা--
অহো, আজি সঙ্গীতে মন প্রাণ মাতে ॥

রাগ : বাহার

তাল : ধামার

রচনাকাল (বঙ্গাব্দ) : 1314

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908

রচনাস্থান :

স্বরলিপিকার: 1908

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন