সত্যম দেবনাথ

নব কুন্দধবলদলসুশীতলা

নব কুন্দধবলদলসুশীতলা,
     অতি সুনির্মলা, সুখসমুজ্জ্বলা,
              শুভ সুবর্ণ-আসনে অচঞ্চলা ॥
     স্মিত-উদয়ারুণ-কিরণ-বিলাসিনী,
          পূর্ণসিতাংশুবিভাসবিকাশিনী,
              নন্দনলক্ষ্ণীসুমঙ্গলা ॥

রাগ : রামকেলী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1315

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908

রচনাস্থান :

স্বরলিপিকার: 1908

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন