সত্যম দেবনাথ

না বলে যেয়ো

        না বলে যেয়ো না চলে মিনতি করি!
        গোপনে জীবন মন লইয়া হরি।
সারা নিশি জেগে থাকি,     ঘুমে ঢুলে পড়ে আঁখি,
        ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি॥
        চকিতে চমকি বঁধু, তোমারে খুঁজি--
        থেকে থেকে মনে হয় স্বপন বুঝি।
নিশিদিন চাহে হিয়া           পরান পসারি দিয়া
        অধীর চরণ তব বাঁধিয়া ধরি॥

রাগ : পরজ-বসন্ত

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1316

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন