ভুবন হইতে ভুবনবাসী
ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে।
হৃদয়মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ--
কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে ॥
হেথা চির-আনন্দধাম, হেথা বাজিছে অভয় নাম,
হেথা পুরিবে সকল কাম নিভৃত অমৃত-আলয়ে ॥
রাগ : সাহানা
তাল : একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1306
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1899
রচনাস্থান :
স্বরলিপিকার: 1899