হা সখী, ও আদরে
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা।
ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥
মিছে প্রণয়ের হাসি বোলো তারে ভালো নাহি বাসি।
চাই নে মিছে আদর তাহার, ভালোবাসা চাই নে।
বোলো বোলো, সজনী লো, তারে--
আর যেন সে লো আসে নাকো হেথা॥
রাগ : কাফি-সিন্ধু
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1291
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884
রচনাস্থান :
স্বরলিপিকার: 1884