সত্যম দেবনাথ

এসো হে গৃহদেবতা

          এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি--
দেখাও আদর্শ মহান চরিত্র॥
          শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা,
          জাগায়ে রাখো মনে তব উপমা,
          দেহো ধৈর্য হৃদয়ে--
          সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত॥
দেখাও রজনী-দিবা   বিমল বিভা,
বিতরো পুরজনে শুভ্র প্রতিভা--
নব শোভাকিরণে
করো গৃহ সুন্দর রম্য বিচিত্র।
          সবে করো প্রেমদান   পূরিয়া প্রাণ--
          ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান।
          সব বৈর হবে দূর
          তোমারে বরণ করি জীবনমিত্র॥

রাগ : আনন্দ-ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1300

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1894

রচনাস্থান :

স্বরলিপিকার: 1894

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন