সত্যম দেবনাথ

এবার রঙিয়ে গেল

এবার   রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
আমার  সকল বাণী হল মগন সাঁঝের রঙে॥
মনে লাগে দিনের পরে    পথিক এবার আসবে ঘরে,
        আমার  পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥
অস্তাচলের সাগরকূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযূথীর গন্ধভারে    পান্থ যখন আসবে দ্বারে
        আমার    আপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩২৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1919

রচনাস্থান :

স্বরলিপিকার: 1919

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন