সত্যম দেবনাথ

পেয়েছি অভয়পদ

     পেয়েছি অভয়পদ, আর ভয় কারে--
     আনন্দে চলেছি ভবপারাবারপারে ॥
মধুর শীতল ছায়              শোক তাপ দূরে যায়,
     করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে।
     জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে ॥

রাগ : খট

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন