সত্যম দেবনাথ

সংসারে কোনো ভয় নাহি

সংসারে কোনো ভয় নাহি নাহি--
ওরে ভয়চঞ্চল প্রাণ, জীবনে মরণে সবে
                   রয়েছি তাঁহারি দ্বারে ॥
অভয়শঙ্খ বাজে নিখিল অম্বরে সুগম্ভীর,
দিশি দিশি দিবানিশি সুখে শোকে
                   লোক-লোকান্তরে ॥

রাগ : ইমনকল্যাণ

তাল : আড়াচৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1314

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908

রচনাস্থান :

স্বরলিপিকার: 1908

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন