ভুবনজোড়া আসনখানি
ভুবনজোড়া আসনখানি
আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥
রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভরা সকল বাণী--
আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥
ভুবনবীণার সকল সুরে
আমার হৃদয় পরান দাও-না পূরে।
দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ--
তোমার করুণ শুভ উদার পাণি
আমার হৃদয়-মাঝে দিক্-না আনি ॥
রাগ : বেহাগ
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ৮ জ্যৈষ্ঠ, ১৩২৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২১ মে, ১৯১৬
রচনাস্থান : চীন সাগর বক্ষে কোসামারু জাহাজে
স্বরলিপিকার: ২১ মে, ১৯১৬