যাবার বেলা শেষ
যাবার বেলা শেষ কথাটি যাও বলে,
কোন্খানে যে মন লুকানো দাও বলে॥
চপল লীলা ছলনাভরে বেদনখানি আড়াল করে,
যে বাণী তব হয় নি বলা নাও বলে॥
হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা,
নয়নজলে ভরো গো আজি শেষ কথা।
হায় রে অভিমানিনী নারী, বিরহ হল দ্বিগুণ ভারী
দানের ডালি ফিরায়ে নিতে চাও ব'লে॥
রাগ : মূলতান
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1334
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927
রচনাস্থান :
স্বরলিপিকার: 1927