সত্যম দেবনাথ

নাই নাই ভয়

নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার--
জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার ॥
খনে খনে তুই হারায়ে আপনা   সুপ্তিনিশীথ করিস যাপনা--
বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার ॥
স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে--
চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুখে লাজে ভয়ে।
ফুলপল্লব নদীনির্ঝর   সুরে সুরে তোর মিলাইবে স্বর--
ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার ॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৮ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান : মিউনিক

স্বরলিপিকার: ১৮ সেপ্টেম্বর, ১৯২৬

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন