সত্যম দেবনাথ

আপনি আমার কোন্‌খানে

              আপনি আমার কোন্‌খানে
                   বেড়াই তারি সন্ধানে ॥
নানান রূপে নানা বেশে   ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে ॥
     আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
              খুঁজে না পাই তার বাসা।
বেলা কখন যায় গো বয়ে,   আলো আসে মলিন হয়ে--
পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে।

রাগ : পিলু-ভীমপলশ্রী-বাউল

তাল : ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৯ আশ্বিন, ১৯৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৬ অক্টোবর, ১৯২৬

রচনাস্থান : বার্লিন

স্বরলিপিকার: ৬ অক্টোবর, ১৯২৬

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন