সত্যম দেবনাথ

কী রাগিণী বাজালে

কী রাগিণী বাজালে হৃদয়ে, মোহন, মনোমোহন,
     তাহা    তুমি জান হে, তুমি জান॥
চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে
          কিসে মোহিলে মন প্রাণ,
     তাহা    তুমি জান হে, তুমি জান॥
আমি শুনি দিবারজনী
          তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি।
     তুমি কেমনে মরম পরশিলে মম,
          কোথা হতে প্রাণ কেড়ে আন,
     তাহা    তুমি জান হে, তুমি জান॥

রাগ : কানাড়া

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ) : অক্টোবর, ১৮৯৫

রচনাস্থান : জোড়াসাঁকো

স্বরলিপিকার: অক্টোবর, ১৮৯৫

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন