সত্যম দেবনাথ

হৃদয়বেদনা বহিয়া

          হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে।
          তুমি অর্ন্তযামী হৃদয়স্বামী, সকলই জানিছ হে--
          যত দুঃখ লাজ দারিদ্র৻ সঙ্কট আর জানাইব কারে?।
          অপরাধ কত করেছি, নাথ, মোহপাশে প'ড়ে--
          তুমি ছাড়া, প্রভু, মার্জনা কেহ করিবে না সংসারে ॥
          সব বাসনা দিব বিসর্জন তোমার প্রেমপাথারে,
          সব বিরহ বিচ্ছেদ ভুলিব তব মিলন-অমৃতধারে।
আর    আপন ভাবনা পারি না ভাবিতে, তুমি লহো মোর ভার--
          পরিশ্রান্ত জনে, প্রভু, লয়ে যাও সংসারসাগরপারে ॥

রাগ : কাফি

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1294

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান :

স্বরলিপিকার: 1888

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন