সত্যম দেবনাথ

এবার তো যৌবনের

এবার তো যৌবনের কাছে মেনেছ, হার মেনেছ?
                'মেনেছি'।
    আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
                'জেনেছি'॥
আবরণকে বরণ করে    ছিলে কাহার জীর্ণ ঘরে।
    আপনাকে আজ বাহির করে এনেছ?
                'এনেছি'॥
এবার আপন প্রাণের কাছে মেনেছ, হার মেনেছ?
                'মেনেছি'।
        মরণ মাঝে অমৃতকে জেনেছ?
                'জেনেছি'।
লুকিয়ে তোমার অমরপুরী   ধুলা-অসুর করে চুরি,
    তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
                'হেনেছি'॥

রাগ : দেশ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান : সুরুল

স্বরলিপিকার: ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন