সত্যম দেবনাথ

লুকিয়ে আস আঁধার রাতে

লুকিয়ে আস আঁধার রাতে
            তুমিই আমার বন্ধু,
লও যে টেনে কঠিন হাতে
            তুমি আমার আনন্দ।
দুঃখরথের তুমিই রথী
            তুমিই আমার বন্ধু,
তুমি সংকট তুমিই ক্ষতি
            তুমি আমার আনন্দ।
শত্রু আমারে কর গো জয়
            তুমিই আমার বন্ধু,
রুদ্র তুমি হে ভয়ের ভয়
            তুমি আমার আনন্দ।
বজ্র এসো হে বক্ষ চিরে    
            তুমিই আমার বন্ধু,
মৃত্যু লও হে বাঁধন ছিঁড়ে
            তুমি আমার আনন্দ।

রাগ : পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৪ অগ্রহায়ণ, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1913

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1913

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন