সত্যম দেবনাথ

পথিক পরান, চল্

পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই
যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই॥
          সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা--
                                              রইল না কিছুই॥
যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই,
পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই।
          অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া--
                                              ছুঁই তারে না ছুঁই॥

রাগ : ভীমপলশ্রী-মূলতান

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924

রচনাস্থান :

স্বরলিপিকার: 1924

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন