সত্যম দেবনাথ

আমার আপন গান

আমার আপন গান আমার অগোচরে   আমার মন হরণ করে,
     নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
          ওই-যে দূরে   কূলে কূলে     ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে--
              সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
কোথায় তুমি মম অজানা সাথি,
     কাটাও বিজনে বিরহরাতি,
          এসো এসো উধাও পথের যাত্রী--
                   তরী আমার টলোমলো   ভরা জোয়ারে॥

রাগ : সাহানা

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৮ ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১২ মার্চ, ১৯৩৯

রচনাস্থান :

স্বরলিপিকার: ১২ মার্চ, ১৯৩৯

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন