যুগে যুগে বুঝি
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে কখন্ তারে চোখের কোণে
দেখেছিলেম অফুট প্রদোষে--
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,
রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে,
সব আবরণ যাবে যে খসে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
রাগ : পরজ
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923
রচনাস্থান :
স্বরলিপিকার: 1923