নীলিমা সেন

বিনা সাজে সাজি

বিনা সাজে সাজি    দেখা দিবে তুমি কবে,
আভরণে আজি    আবরণ কেন রবে॥
    ভালোবাসা যদি    মেশে আধা-আধি মোহে
    আলোতে আঁধারে    দোঁহারে হারাব দোঁহে,
    ধেয়ে আসে হিয়া    তোমার সহজ রবে,
    আভরণ দিয়া    আবরণ কেন তবে॥
ভাবের রসেতে    যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে    দেখাও কিসের শোভা।
    কাছে এসে তবু    কেন রয়ে গেলে দূরে।
    বাহির-বাঁধনে    বাঁধিবে কি বন্ধুরে।
    নিজের ধনে কি    নিজে চুরি করে লবে--
    আভরণে আজি    আবরণ কেন তবে॥

রাগ : কীর্তন

তাল : ষষ্ঠী-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৯ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২ এপ্রিল, ১৯২৬

নীলিমা সেন - অন্যান্য নিবেদন