সায়ন্তনী গুপ্ত

চাহিয়া দেখো রসের

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।
চেয়ো না   চেয়ো না তারে নিকটে নিতে টানি॥
     রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে,
     আঁধারে তাহা মিলায়   মিলায় বারে বারে--
     বাজিল যাহা প্রাণের বীণা-তারে
          সে তো কেবলই গান কেবলই বাণী॥
পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ--
দেবসভায় যে সুধা করে পান।
     নদীর স্রোতে, ফুলের বনে বনে,
     মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
     সে সুধাটুকু পিয়ো আপন-মনে--
          মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৭ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান : কল্যন

স্বরলিপিকার: ২৪ সেপ্টেম্বর, ১৯২৬

সায়ন্তনী গুপ্ত - অন্যান্য নিবেদন