সায়ন্তনী গুপ্ত

তুমি কোন্ ভাঙনের

     তুমি    কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার  ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥
     আমি        রাখব গেঁথে তারে     রক্তমণির হারে,
              বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥
তুমি    কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে--
              ছিন্ন যবে হল তার   ফেলে গেলে ভূমি-'পরে।
                   নীরব তাহারি গান   আমি   তাই জানি তোমারি দান--
                        ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায়   সুরহারা মূর্ছনাতে॥

রাগ : কাফি-কানাড়া

তাল : ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ আষাঢ়, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১২ জুলাই, ১৯৩৯

রচনাস্থান : শ্রীনিকেতন

স্বরলিপিকার: ১২ জুলাই, ১৯৩৯

সায়ন্তনী গুপ্ত - অন্যান্য নিবেদন