তুমি কোন্ পথে যে এলে পথিক আমি দেখি নাই তোমারে। হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥ ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে। তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে। ভেসে এলে জোয়ারে-- যৌবনের জোয়ারে॥ কোন্ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা। কোন্ গানের সুরের পারে তার পথের নাই নিশানা। তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে-- তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে॥