তানজীনা তমা

যদি তারে নাই

যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥
সে কি আমার কুঁড়ির কানে    কবে কথা গানে গানে,        
পরান তাহার নেবে কিনে    এই নব ফাল্গুনের দিনে--
                জানি নে, জানি নে॥
    সে কি    আপন রঙে ফুল রাঙাবে।
    সে কি    মর্মে এসে ঘুম ভাঙাবে।  
ঘোমটা আমার নতুন পাতার    হঠাৎ দোলা পাবে কি তার। ,
গোপন কথা নেবে জিনে    এই নব ফাল্গুনের দিনে--
                জানি নে, জানি নে॥

রাগ : খাম্বাজ-পিলু

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

তানজীনা তমা - অন্যান্য নিবেদন