তানজীনা তমা

আমি ফিরব না

আমি    ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে--
এমন    হাওয়ার মুখে ভাসল তরী,
            কূলে     ভিড়ব না আর, ভিড়ব না রে॥
ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে,    তাই খুঁটে আজ মরব কি রে--
এখন    ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি
            বেড়া    ঘিরব না আর, ঘিরব না রে॥
ঘাটের রশি গেছে কেটে,    কাঁদব কি তাই বক্ষ ফেটে--
এখন    পালের রশি ধরব কষি,
            এ রশি  ছিঁড়ব না আর ছিঁড়ব না রে!

রাগ : খাম্বাজ-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1316

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

তানজীনা তমা - অন্যান্য নিবেদন