হৃদয়ে ছিলে জেগে,
হৃদয়ে ছিলে জেগে,
দেখি আজ শরতমেঘে॥
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁওয়া লেগে॥
কী-যে গান গাহিতে চাই,
বাণী মোর খুঁজে না পাই।
সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে,
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে॥
রাগ : আলাহিয়া বিলাবল
তাল : একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ৮ আশ্বিন, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ সেপ্টেম্বর, ১৯২১
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ২৪ সেপ্টেম্বর, ১৯২১