ও আষাঢ়ের পূর্ণিমা
ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে--
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥
আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা--
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে॥
একি মনে রাখা একি ভুলে যাওয়া।
একি স্রোতে ভাসা, একি কূলে যাওয়া।
কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি কেন যে কে জানে।
কভুবা ছায়ায় কভুবা আলোয় কোন্ দোলায় যে নাড়ালে॥
রাগ : পিলু-খাম্বাজ
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : 1332
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925
রচনাস্থান :
স্বরলিপিকার: 1925