পীযুষ কান্তি সরকার

হে আকাশবিহারী-নীরদবাহন

হে       আকাশবিহারী-নীরদবাহন জল,
          আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥
তুমি    বরনে বরনে কিরণে কিরণে   প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে
                   দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল॥
শেষে   শ্যামল মাটির প্রেমে   তুমি   ভুলে এসেছিলে নেমে,
কবে    বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতল।
আজ    পাষাণদুয়ার দিয়েছি টুটিয়া,   কত যুগ পরে এসেছ ছুটিয়া
              নীল গগনের হারানো স্মরণ
                        গানেতে সমুচ্ছল॥

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1936

রচনাস্থান :

স্বরলিপিকার: 1936

পীযুষ কান্তি সরকার - অন্যান্য নিবেদন