দে পড়ে দে
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।
তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥
শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি,
ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে॥
নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে,
ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে।
সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়,
আপন-মনে চোখের কোণে আশ্রু-আভাস উঠবে ভেসে॥
রাগ : কীর্তন
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1926
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1926