পূর্বা দাম

ওরে, কী শুনেছিস ঘুমের

ওরে,   কী শুনেছিস ঘুমের ঘোরে,     তোর    নয়ন এল জলে ভরে॥
     এত দিনে তোমায় বুঝি     আঁধার ঘরে পেল খুঁজি--
     পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তোরে॥
তোর   দুখের শিখায় জ্বাল্‌ রে প্রদীপ জ্বাল্‌ রে।
তোর   সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন     জীবন মরণ একটি ধারায়    তার চরণে আপনা হারায়,
     সেই পরশে মোহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডোরে॥

রাগ : ছায়ানট

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৪ মাঘ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান : বালাতন, ফ্যুরেড - হাঙ্গেরি

স্বরলিপিকার: 1927

পূর্বা দাম - অন্যান্য নিবেদন