পূর্বা দাম

এই-যে কালো মাটির বাসা

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা--
এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা ॥
এরই গোপন হৃদয় 'পরে   ব্যথার স্বর্গ বিরাজ করে
                   দুঃখে-আলো-করা ॥
বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে--
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে   আনন্দলোক মিলবে তবে
                   সুধায়-সুধায়-ভরা ॥

রাগ : ছায়ানট-কেদারা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৬ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান : সুরুল

স্বরলিপিকার: ২ সেপ্টেম্বর, ১৯১৪

পূর্বা দাম - অন্যান্য নিবেদন