শ্রাবণবরিষন পার হয়ে
শ্রাবণবরিষন পার হয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে।
গোপন কেতকীর পরিমলে, সিক্ত বকুলের বনতলে,
দূরের আঁখিজল বয়ে বয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
কবির হিয়াতলে ঘুরে ঘুরে আঁচল ভরে লয় সুরে সুরে।
বিজনে বিরহীর কানে কানে সজল মল্লার-গানে-গানে
কাহার নামখানি কয়ে কয়ে
কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
রাগ : বেহাগ
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : শ্রাবণ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924
রচনাস্থান :
স্বরলিপিকার: 1924