অর্কপ্রিয়া বন্দোপাধ্যায়

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে

              আজ   আসবে শ্যাম গোকুলে ফিরে।
              আবার   বাজবে বাঁশি যমুনাতীরে
              আমরা কী করব।   কী বেশ ধরব।
              কী মালা পড়ব।   বাঁচব কি মরব সুখে।
              কী তারে বলব !    কথা কি রবে মুখে।
              শুধু তার   মুখপানে চেয়ে চেয়ে
                    দাঁড়ায়ে   ভাসব নয়ননীরে।।

রাগ : সিন্ধু-খাম্বাজ

তাল : খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1296

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1889

রচনাস্থান :

স্বরলিপিকার: 1889

অর্কপ্রিয়া বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন