চন্দ্রাবলী চট্টোপাধ্যায়

একমনে তোর একতারাতে

একমনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা--
ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা ॥
যেখানে তোর সীমা সেথায় আনন্দে তুই থামিস এসে,
যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে।
লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে,
যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা--
একতারাতে একটি যে তার আপন-মনে সেইটি বাজা ॥

রাগ : বাহার

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৫ মাঘ, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1906

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: 1906

চন্দ্রাবলী চট্টোপাধ্যায় - অন্যান্য নিবেদন