বর্ণালী কর

আনন্দেরই সাগর হতে

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।
দাঁড় ধ'রে আজ বোস্‌ রে সবাই, টান রে সবাই টান॥
বোঝা যত বোঝাই করি   করব রে পার দুখের তরী,
     ঢেউয়ের 'পরে ধরব পাড়ি-- যায় যদি যাক প্রাণ॥
কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ-- ভয় আছে সব জানা।
কোন্‌ শাপে কোন্‌ গ্রহের দোষে     সুখের ডাঙায় থাকব বসে।
     পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান॥

রাগ : পিলু

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1315

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908

রচনাস্থান :

স্বরলিপিকার: 1908

বর্ণালী কর - অন্যান্য নিবেদন