অদিতি মহসিন

আজি ঝড়ের রাতে

আজি        ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশ-সম,    নাই যে ঘুম নয়নে মম--
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্‌ নদীর পারে,    গহন কোন্‌ বনের ধারে
গভীর কোন্‌ অন্ধকারে হতেছ তুমি পার॥

রাগ : মল্লার

তাল : ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ) : শ্রাবণ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: 1909

অদিতি মহসিন - অন্যান্য নিবেদন