অদিতি মহসিন

না না না

     না না না)      ডাকব না, ডাকব না    অমন করে বাইরে থেকে।
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব,    আনব ডেকে॥
     দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
          নেবার মানুষ জানি নে তো কোথায় চলে--
              এই    দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥
          মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে--
              গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
                   আপনি কী সুর উঠল বেজে
                        আপনা হতে এসেছে যে--
                             গেল যখন আশার বচন গেছে রেখে॥

রাগ : বিভাস-কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1340

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1934

রচনাস্থান :

স্বরলিপিকার: 1934

অদিতি মহসিন - অন্যান্য নিবেদন