অদিতি মহসিন

বিরহ মধুর হল

     বিরহ মধুর হল আজি   মধুরাতে।
গভীর রাগিণী উঠে বাজি   বেদনাতে॥
                   ভরি দিয়া পূর্ণিমানিশা     অধীর অদর্শনতৃষা
                        কী করুণ মরীচিকা আনে   আঁখিপাতে॥
          সুদূরের সুগন্ধধারা   বায়ুভরে
     পরানে আমার পথহারা   ঘুরে মরে।
                   কার বাণী কোন্‌ সুরে তালে   মর্মরে পল্লবজালে,
                        বাজে মম মঞ্জীররাজি   সাথে সাথে॥

রাগ : বেহাগ

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

অদিতি মহসিন - অন্যান্য নিবেদন