অরূপ পাল

আমার এই পথ-চাওয়াতেই

আমার এই   পথ-চাওয়াতেই   আনন্দ।
খেলে যায়   রৌদ্র ছায়া,   বর্ষা আসে   বসন্ত ॥
কারা এই   সমুখ দিয়ে   আসে যায়   খবর নিয়ে,
খুশি রই   আপন মনে-- বাতাস বহে   সুমন্দ ॥
সারাদিন   আঁখি মেলে   দুয়ারে   রব একা,
শুভখন   হঠাৎ এলে   তখনি   পাব দেখা।
ততখন   ক্ষণে ক্ষণে   হাসি গাই   আপন-মনে,
ততখন   রহি রহি   ভেসে আসে   সুগন্ধ ॥

রাগ : খাম্বাজ-কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ চৈত্র, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1912

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: 1912

অরূপ পাল - অন্যান্য নিবেদন