অরূপ পাল

আজ ধানের ক্ষেতে

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা॥
আজ    ভ্রমর ভোলে মধু খেতে--   উড়ে বেড়ায় আলোয় মেতে;
আজ    কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা॥
ওরে    যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে,    আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক'রে॥
যেন    জোয়ার-জলে ফেনার রাশি    বাতাসে আজ ছুটছে হাসি,
আজ    বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা॥

রাগ : বিভাস-বাউল

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1315

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908

রচনাস্থান :

স্বরলিপিকার: 1908

অরূপ পাল - অন্যান্য নিবেদন