আজি শুভদিনে পিতার ভবনে
আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই।।
না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে–
চলো চলো, চলো যাই।
মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল–
চলো চলো, চলো ভাই।।
দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহো সবে একতান–
বলো সবে জয়-জয়।।
রাগ : খাম্বাজ
তাল : একতাল-ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883
রচনাস্থান :
স্বরলিপিকার: 1883