অরূপ পাল

আহা, আজি এ বসন্তে

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়,
সখীর হৃদয় কুসুম-কোমল--
কার অনাদরে আজি ঝরে যায়।
কেন কাছে আস, কেন মিছে হাস,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়।
সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা,
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায়।

রাগ : বিলাতি ভাঙা

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

অরূপ পাল - অন্যান্য নিবেদন