অরূপ পাল

অন্তরে জাগিছ অন্তরযামী

অন্তরে জাগিছ অন্তরযামী।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী ॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ॥

রাগ : বেহাগ

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1300

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1894

রচনাস্থান :

স্বরলিপিকার: 1894

অরূপ পাল - অন্যান্য নিবেদন