অরূপ পাল

অভয় দাও তো বলি আমার wish কি

                 অভয় দাও তো বলি আমার
                       wish কী–
                 একটি ছটাক সোডার জলে
                     পাকী তিন পোয়া হুইস্কি ।।

রাগ : কালাংড়া

তাল : মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1307

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1900

রচনাস্থান :

স্বরলিপিকার: 1900

অরূপ পাল - অন্যান্য নিবেদন